.

বানারীপাড়ায় সূর্যমনির মেলা বন্ধের প্রতিবাদে ও পুনরায় অনুমতির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমবাবেশ


বানারীপাড়া প্রতিনিধিঃ বানারীপাড়ায় ঐতিহ্যবাহী সূর্যমনির মেলা বন্ধের প্রতিবাদে ও পুনরায় অনুমতির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমবাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে এলাকার শত শত নারী-পুরুষ ও ক্ষতিগ্রস্থদের অংশগ্রহনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদনি করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন সূর্যমনি মেলা আয়োজক কমিটির সভাপতি ও পৌর প্যানেল মেয়র মোঃ জাকির হোসেন মোল্লা, পূজা কমিটির সভাপতি বাদল কৃষ্ণ সাহা,সম্পাদক বাচ্চু গুহ,পুজারী কৃষ্ণকান্ত ভট্টাচার্য,ছাত্রলীগ নেতা সুজন মোল্লা প্রমূখ। প্রসঙ্গত স্বরাষ্ট্রমন্ত্রী ডঃ মহিউদ্দিন খান আলমগীরের সুপারিশ ও জেলা প্রশাসক শহীদুল আলমের অনুমতি থাকা স্বত্ত্বেও তা উপো করে গত শুক্রবার থানার ওসি মেছবা উদ্দিন আকস্মিক মেলা বন্ধ করে দেন। ফলে আয়োজক,বিক্রেতা ও এলাকাবাসীর মাঝে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়।মেলা বন্ধ হয়ে যাওয়ায় আয়োজক,সার্কাস,পুতুল নাচ,যাত্রার্,যাফেল ড্র ও বিক্রেতাদের লোকসানের সন্মুখিন হতে হয়। দু'শতবছরের অধিক সময়ের ঐতিহ্যবাহী মেলার স্থগিতাদেশ প্রত্যাহার করে পুনরায় অনুমতির দাবী জানিয়েছেন তারা।

0 Response to "বানারীপাড়ায় সূর্যমনির মেলা বন্ধের প্রতিবাদে ও পুনরায় অনুমতির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমবাবেশ"

Post a Comment