.

সুন্দরবনে কোষ্টগার্ড ও বনদস্যু মর্তুজা বাহিনীর বন্দুক যুদ্ধ,অস্ত্র-গুলিসহ দুই বনদস্যু আটক


মংলা প্রতিনিধিঃ সুন্দরবনে অস্ত্রসহ দুই জলদস্যুকে আটক করেছে কোষ্টগার্ড। সোমবার সন্ধ্যা ৭ টার দিকে সুন্দরবনে দূর্ধষ্য জলদস্যু মূর্তজা বাহিনীর সাথে বন্দুক যুদ্ধ শেষে তাদেরকে আটক করা হয়। এরা ওই বাহিনীর সক্রিয় সদস্য বলে জানা গেছে। কোষ্টগার্ড মংলা সদর দপ্তরের অপারেশন কর্মকর্তা লেঃ কমান্ডার শফিকুল ইসলাম জানান, জলদস্যু সম্রাট বলে খ্যাত মূর্তজা বাহিনীকে ধরতে সুন্দরবন পশ্চিম বনবিভাগের উত্তর শিবসার নলিয়ান রেঞ্জের আদাচাই এলাকায় দিনভর অভিযান চালায় কোষ্টগার্ডের একটি দল। বিকেল ৬ টার পর মূর্তজার আস্তানার কাছাকাছি পৌছালে তাদেরকে ল্য করে গুলি চালায় দস্যু বাহিনী। এক পর্যায়ে কোষ্টগার্ডও পাল্টা গুলি চালায়। তাদের গুলির মুখে টিকতে না পেরে পিছু হটে বাহিনী প্রধানসহ অন্য সদস্যরা। এসময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল এবং দুইটি ইয়ারগান ও সাত রাউন্ড গুলিসহ ওই বাহিনীর অপর দুই সদস্যকে আটক করে কোষ্টগার্ড। আটকৃত ইয়াসিন (৩৫) এবং আবু বক্কর (৩৪) কে কোষ্টগার্ড হেফাজতে জিঞ্জাসাবাদ চলছে বলে শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে।

0 Response to "সুন্দরবনে কোষ্টগার্ড ও বনদস্যু মর্তুজা বাহিনীর বন্দুক যুদ্ধ,অস্ত্র-গুলিসহ দুই বনদস্যু আটক"

Post a Comment