ঢাকা: মানিলন্ডারিং মামলার
রায় ঘোষণার উদ্দেশে আসামি গিয়াস উদ্দিন আল মামুনকে আদালতে হাজির করা হয়েছে ।
রবিবার ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে দায়ের করা ওই অর্থপাচার মামলার রায় ঘোষণা করবেন।
তারেক রহমানকে পলাতক দেখিয়ে ২০ কোটি ৪১ লাখ, ২৫ হাজার ৬১৩ টাকা বিদেশে পাচারের অভিযোগে এ মামলার বিচারিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। সকাল দশটার পরে ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মোতাহার হোসেন এ রায় ঘোষণা করবেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সকাল ৯টা ২০ মিনিটে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মামুনকে আদালতে আনা হয়েছে।
0 Response to "মামুনকে আদালতে নেয়া হয়েছে"
Post a Comment