.

রানা প্লাজার সামনে যাত্রীবাহী বাসে আগুন, আহত ৫

সাভার (ঢাকা): বিএনপির ডাকা হরতালের সমর্থনে সাভারে একটি যাত্রীবহী বাসে আগুন দিয়েছে হরতাল সমর্থনকারীরা। শনিবার রাত সাড়ে ১০.২০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার রানা প্লাজার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বাসের ৫ যাত্রী আহত হন।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, শনিবার রাত সাড়ে ১০.২০টার দিকে ঢাকার উদ্দেশ্যে নবীনগর থেকে ছেড়ে আসা পাপ্পু এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস সাভারের রানা প্লাজার সামনে এসে পৌছালে ১০-১২ জনের একদল যুবক এসময় বাসটিতে পেট্রোল ডেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় বাসের ৫ যাত্রী আহত হন।

পরে খবর পেয়ে সাভার ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

অপরদিকে শনিবার রাত সাড়ে ৭টার দিকে সাভার থানা স্ট্যান্ড এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে একটি অটোরিকশায় আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থনকারীরা। পরে স্থানীয়রা বিভিন্ন উৎস থেকে পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বাংলামেইলকে জানান, হরতাল সমর্থনকারীরা বাসটিতে অগ্নিসংযোগ করেছে। এছাড়াও মহাসড়ক থেকে বাসটি সরিয়ে নিয়ে যানজট নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে তিনি জানান।

0 Response to "রানা প্লাজার সামনে যাত্রীবাহী বাসে আগুন, আহত ৫"

Post a Comment