বিরোধী দলের অবরোধের মধ্যে রাজশাহীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিএনপির নেতা-কর্মীরা।
এ সময় পুলিশের রাবার বুলেটে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির
দুই নেতাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। অবরোধকারীদের ছোড়া ঢিলে আহত হয়েছেন তিন
পুলিশ সদস্য।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ৬টার দিকে সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা কাদিরগঞ্জ এলাকা মিছিল বের করে। তারা রাজশাহী কলেজের দিকে যাওয়ার সময় শুরু হয় সংঘর্ষ।
মালোপাড়া মোড়ে পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছুড়লে মেয়র বুলবুল ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন এবং মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহ মাইনুল হাসান চৌধুরী শান্ত আঘাত পান।
তাদের মধ্যে মিলন ও শান্তকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং মেয়র বুলবুলকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
বোয়ালিয়া থানার ওসি জিয়াউর রহমান জিয়া বলেন, সোমবার নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই মালোপাড়ায় মিছিল করে বিরোধী দলের নেতাকর্মীরা। এ সময় মিছিলকারীরা মালোপাড়া পুলিশ ফাঁড়িতে হামলা চালায় এবং কয়েকটি বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। পরে নগরীর সাহেববাজার, সোনাদিঘী ও হোসনেগঞ্জ এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার সকালেও বিএনপি কর্মীরা মিছিল নিয়ে এগোলে রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয় বলে ওসি জানান।
এ সময় ঘণ্টাব্যাপী সংঘর্ষে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন জানিয়ে ওসি বলেন, তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এদিকে, ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা নগরীর খড়খড়ি এলাকায় বাইপাস সড়কের মধ্যে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এ সময় তারা কয়েকটি যানবাহন ভাংচুর করে বলেও জানান ওসি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ৬টার দিকে সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা কাদিরগঞ্জ এলাকা মিছিল বের করে। তারা রাজশাহী কলেজের দিকে যাওয়ার সময় শুরু হয় সংঘর্ষ।
মালোপাড়া মোড়ে পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ছুড়লে মেয়র বুলবুল ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন এবং মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহ মাইনুল হাসান চৌধুরী শান্ত আঘাত পান।
তাদের মধ্যে মিলন ও শান্তকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং মেয়র বুলবুলকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
বোয়ালিয়া থানার ওসি জিয়াউর রহমান জিয়া বলেন, সোমবার নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই মালোপাড়ায় মিছিল করে বিরোধী দলের নেতাকর্মীরা। এ সময় মিছিলকারীরা মালোপাড়া পুলিশ ফাঁড়িতে হামলা চালায় এবং কয়েকটি বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। পরে নগরীর সাহেববাজার, সোনাদিঘী ও হোসনেগঞ্জ এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার সকালেও বিএনপি কর্মীরা মিছিল নিয়ে এগোলে রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয় বলে ওসি জানান।
এ সময় ঘণ্টাব্যাপী সংঘর্ষে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন জানিয়ে ওসি বলেন, তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এদিকে, ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা নগরীর খড়খড়ি এলাকায় বাইপাস সড়কের মধ্যে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এ সময় তারা কয়েকটি যানবাহন ভাংচুর করে বলেও জানান ওসি।
0 Response to "রাজশাহীতে সংঘর্ষ, মেয়র আহত"
Post a Comment