বরগুনার পাথরঘাটায় একটি হরিণ শাবক পাচারকারীদের কাছ থেকে উদ্ধার করে
বনবিভাগের নিকট হস্তান্তর করেছে পুলিশ। বন বিভাগ শিশু হরিণটি লালন-পালন করে
আবার কোন বনে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে বলে পাথরঘাটা রেঞ্জ অফিস সূত্র
জানিয়েছে।
পাথরঘাটা থানার উপপরিদর্শক মো. সাইদুল ইসলাম আজ বুধবার জানান, পাথরঘাটা শহর থেকে ১৫ কিলোমিটার পশ্চিম-উত্তর দিকে কাঁঠালতলী ইউনিয়নে টহল দেওয়ার সময় ওই শিশু হরিণটি উদ্ধার করা হয়। একজন মোটরসাইকেল আরোহী শাবকটি নিয়ে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে মঠবাড়িয়া উপজেলার দিকে যাচ্ছিলেন।
পুলিশ শাবকটি উদ্ধার করে বন বিভাগের নিকট হস্তান্তর করে। বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. সোলায়মান হাওলাদার জানান, এটি তার তত্ত্বাবধানে রয়েছে। বাজার থেকে গরুর দুধ কিনে ফিডার দিয়ে তাকে খাওয়ানো হচ্ছে। পশু সম্পদ বিভাগ থেকে চিকিত্সক দিয়ে তার চিকিত্সা করা হচ্ছে। আরো কিছুদিন পর বনে চলাচলের মত শক্তি সঞ্চয় করতে পারলে স্থানীয় কোন বনে অবমুক্ত করা হবে দুই/তিন মাসের শিশু হরিণটি।
পাথরঘাটা থানার উপপরিদর্শক মো. সাইদুল ইসলাম আজ বুধবার জানান, পাথরঘাটা শহর থেকে ১৫ কিলোমিটার পশ্চিম-উত্তর দিকে কাঁঠালতলী ইউনিয়নে টহল দেওয়ার সময় ওই শিশু হরিণটি উদ্ধার করা হয়। একজন মোটরসাইকেল আরোহী শাবকটি নিয়ে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে মঠবাড়িয়া উপজেলার দিকে যাচ্ছিলেন।
পুলিশ শাবকটি উদ্ধার করে বন বিভাগের নিকট হস্তান্তর করে। বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. সোলায়মান হাওলাদার জানান, এটি তার তত্ত্বাবধানে রয়েছে। বাজার থেকে গরুর দুধ কিনে ফিডার দিয়ে তাকে খাওয়ানো হচ্ছে। পশু সম্পদ বিভাগ থেকে চিকিত্সক দিয়ে তার চিকিত্সা করা হচ্ছে। আরো কিছুদিন পর বনে চলাচলের মত শক্তি সঞ্চয় করতে পারলে স্থানীয় কোন বনে অবমুক্ত করা হবে দুই/তিন মাসের শিশু হরিণটি।
0 Response to "বরগুনার পাথরঘাটায় হরিণ শাবক উদ্ধার"
Post a Comment