নুর আলম আকন্দ/সোহেল:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স'গিত ৭২টি কেন্দ্রে বৃহস্পতিবার শানিত্মপূর্ণ ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। এতে সেনাবাহিনী, র্যাব, বিজিপি ও পুলিশসহ ছয় সত্মরের নিরাপত্তাবাহী মোতায়েন ছিল। নিছিদ্র নিরাপত্তার কারণে অনেক বিএনপি-জামায়াত সর্মথিত লোকজন কেন্দ্রে এসে ভোট দেয়।
জানা গেছে, উপজেলার ১শ ৩০টি কেন্দ্রে ৫ জানুয়ারী নির্বাচন হয়। নির্বাচনের আগের রাতেই নির্বাচন বিরোধীরা ৭২টি কেন্দ্রে আগুন দেয় ও ব্যালট পেপার ছিনিয়ে নেয়। এরই প্রেড়্গিতে কেন্দ্র ৭২টিতে ভোট গ্রহন স'গিত হয়ে পড়ে। কেন্দ্রগুলোতে সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যনত্ম ভোট গ্রহণ চলে। কেন্দ্রগুলোতে ভোটার উপসি'তি কম থাকলেও পুরম্নষের চেয়ে নারী ভোটারদের সংখ্যা বেশি। ভোটরারা জানান, কড়া নিরাপত্তায় ভোট দিতে পেরে তাঁরা খুব খুশি। এমনকি বিএনপি-জামায়াত সর্মথিত অনেকেই ভোট দিয়েছেন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স'গিত ৭২টি কেন্দ্রে বৃহস্পতিবার শানিত্মপূর্ণ ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। এতে সেনাবাহিনী, র্যাব, বিজিপি ও পুলিশসহ ছয় সত্মরের নিরাপত্তাবাহী মোতায়েন ছিল। নিছিদ্র নিরাপত্তার কারণে অনেক বিএনপি-জামায়াত সর্মথিত লোকজন কেন্দ্রে এসে ভোট দেয়।
জানা গেছে, উপজেলার ১শ ৩০টি কেন্দ্রে ৫ জানুয়ারী নির্বাচন হয়। নির্বাচনের আগের রাতেই নির্বাচন বিরোধীরা ৭২টি কেন্দ্রে আগুন দেয় ও ব্যালট পেপার ছিনিয়ে নেয়। এরই প্রেড়্গিতে কেন্দ্র ৭২টিতে ভোট গ্রহন স'গিত হয়ে পড়ে। কেন্দ্রগুলোতে সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যনত্ম ভোট গ্রহণ চলে। কেন্দ্রগুলোতে ভোটার উপসি'তি কম থাকলেও পুরম্নষের চেয়ে নারী ভোটারদের সংখ্যা বেশি। ভোটরারা জানান, কড়া নিরাপত্তায় ভোট দিতে পেরে তাঁরা খুব খুশি। এমনকি বিএনপি-জামায়াত সর্মথিত অনেকেই ভোট দিয়েছেন।
0 Response to "গোবিন্দগঞ্জে ভোট দিয়েছে বিএনপি-জামায়াত সমর্থকরাও"
Post a Comment