.

নিজামী-বাবর-পরেশের মৃত্যুদণ্ডাদেশ

নিজামী-বাবর-পরেশের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এসএম মুজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।
এর আগে বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় রায় ঘোষণা শুরু হয়।
এর আগে বেলা সোয়া ১১ টায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াতের আমীর ও সাবেক শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীসহ আটক ১১ আসামিকে কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করা হয়।
মামলার অন্য আসামিরা হলেন, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুর রহীম, পরিচালক উইং কমান্ডার (অব.) সাহাব উদ্দিন আহাম্মদ, উপপরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন, এনএসআইয়ের মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মহসিন উদ্দিন তালুকদার, মহাব্যবস্থাপক (প্রশাসন) কে এম এনামুল হক, হাফিজুর রহমান ও দীন মোহাম্মদ।
এ রায়কে ঘিরে আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে। বাড়ানো হয়েছে বিচারকের ব্যক্তিগত ও বাসস্থানের নিরাপত্তা। জোরদার করা হয়েছে আদালতের নিরাপত্তাও। রায়কে কেন্দ্র করে যেন কোনো স্বার্থান্বেষী মহল নাশকতা করতে না পারে সে ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

0 Response to "নিজামী-বাবর-পরেশের মৃত্যুদণ্ডাদেশ"

Post a Comment