.

আজ ২১ ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস

আজ ২১ ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ।পৃথিবী ব্যাপি যথাযোগ্য
মর্যাদায় আজকের দিনটি পালন করা হচ্ছে ।১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রফিক
বরকত জব্বারদের মহান আত্মত্যাগের বিনীময়ে আমরা মায়ের ভাষায় কথা বলার
অধিকার পেয়েছি। সেই বীর শহীদের স্মরনে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম
প্রহরে সিলেট জেলা প্রশাসক ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন এবং Nhcrf
সিলেট জেলা শাখার উদ্যোগে পুষ্পারপন করা হয় ।সকাল   হতেই বিভিন্ন শ্রেনী
পেশার মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়।