.

স্বরুপকাঠিতে ১১ কি:মি: খাল খনন কর্মসুচীর উদ্বোধন


স্বরুপকাঠী প্রতিনিধি
স্বরুপকাঠির গুয়ারেখা ইউনিয়নে ১১ কি:মি: খাল খনন কর্মসুচী উদ্বোধন করেন পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা এ,কে,এম,এ আউয়াল।গত শনিবার বিকেলে বাটনাতলা সাধক বাড়ির খালে
মাটি কেটে এ খনন কাজের উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে এমপি বলেন ,যতদিন বেচে থাকবো ততদিন
নেছারাবাদ(স্বরুপকাঠীর)উন্নয়নের স্রোতধারা  বজায় রাখার আপ্রাণ চেষ্ঠা করবো।এ উপলক্ষে বাটনাতলা বিদ্যালয় মাঠে আকতার জ্জামানের সভাডতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এলজিইডি পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মো:রফিকুল রহমান জেলা যুবলীগের সহ সভাপতি মো:হুমায়ন কবির,উপজেলা ভাইস চেয়ারম্যান মো;লাভলু আহম্মদ আওয়ামীলীগের নেতা সৈয়দ শহীদ-উল আহসান অ্যাড:কানাই লাল বিশ্বাস প্রভাষক শওকত আকবর,সন্যাসী দিলীপ কুমার মন্ডল,মহিলা আওয়ামীলীগের নেছারাবাদ উপজেলার সাধারন সম্পাদিকা প্রগতি মন্ডল প্রমুখ।