৯ জুন : পাথালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ দেওয়ানকে ভারপ্রাপ্ত উপজেলা প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
ঢাকার সাভার উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সকলের বিভিন্ন মামলা-মোকদ্দমা ও অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা পরিষদে তাদের অনুপস্থিত এবং কার্যক্রমে অচলাবস্থা দেখা দেয়ায় পারভেজ দেওয়ানকে প্যানেল চেয়ারম্যান দেয়া হয়েছে বলে জানাগেছে।
উপজেলা চেয়ারম্যান কফিল উদ্দিন ও ভাইস চেয়ারম্যান মইনুদ্দিন বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম মিনি আখতারকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় মামলা ও অনুপস্থিতির কারন দেখিয়ে সোমবার মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব লুৎফুন্নাহার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশের চিঠি উপজেলা নির্বাহি অফিসারের দপ্তরে আসে ।
সংশোধিত /সানি / সিএনআই নিউজ / ৯২৬৩