পটুয়াখালী প্রতিনিধি:নানা কর্মরসূচীর ও বর্ণাঢ্য র্যালীর মধ্য দিয়ে পালিত হয়েছে সাপ্তাহিক অপরাধ অনুসন্ধানর উদ্দ্যোগে তৃতীয় বর্ষবরন। এ উপলক্ষে গত ১৩/০৬/১৫ শরিবার সাকাল ১০ টায় শহরের শহীদ আলাউদ্দিন শিশু পার্ক মাঠ থেকে বর্নাঢ্য র্যালী বের হয়।র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সেন্টারপাড়ান এলাকার বধুয়া
কমিউনিটি সেন্টার মিলনায়তনে আলোচনা সভার মিলিত হয়। আলোচনা সভার শুরুতে ৮ পাউন্ড ওজনের কেক কেটে প্রত্রিকাটির তুতয় বর্ষবরন উদযাপন করা হয়। র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথী ছিলেন পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম আজিমুল হক।সুমন দাস আভী সভাপতিত্বে বিশেষ অতিথী ছিলেন পটুয়াখালীর নৌ-রন্দরের উপ-পরিচালক মো:আবদুর রাজ্জাক,পটুয়াখালী প্রেসক্লাবের সহ-সভাপতি মো:জাফর খান,সাবেক সাধারন সম্পাদক কাজল বরন দাস,বাংলাদেশ প্রতিদিন পত্রিকার পটুয়াখালী প্রতিনিধি সঙ্জয় কুমার দাস,সময় টিভির জেলা প্রতিনিধি মনির হোসেন বাদল, ৭১ টিভি র প্রতিনিধি আহসানুল হক রিপন,যমুয়া টিভি র জেলা প্রতিনিধি জাকারিয়া হৃদয় সাংবাদিক জিল্লুর রহমান জলিল।এছাড়াও শহরের গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ সপ্তাহিক আপরাধ অনুসন্ধান এর পাঠক ফোরাম সহ আমন্তিত অতিথীবৃন্দ উপস্থিত ছিলেন।
কমিউনিটি সেন্টার মিলনায়তনে আলোচনা সভার মিলিত হয়। আলোচনা সভার শুরুতে ৮ পাউন্ড ওজনের কেক কেটে প্রত্রিকাটির তুতয় বর্ষবরন উদযাপন করা হয়। র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথী ছিলেন পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম আজিমুল হক।সুমন দাস আভী সভাপতিত্বে বিশেষ অতিথী ছিলেন পটুয়াখালীর নৌ-রন্দরের উপ-পরিচালক মো:আবদুর রাজ্জাক,পটুয়াখালী প্রেসক্লাবের সহ-সভাপতি মো:জাফর খান,সাবেক সাধারন সম্পাদক কাজল বরন দাস,বাংলাদেশ প্রতিদিন পত্রিকার পটুয়াখালী প্রতিনিধি সঙ্জয় কুমার দাস,সময় টিভির জেলা প্রতিনিধি মনির হোসেন বাদল, ৭১ টিভি র প্রতিনিধি আহসানুল হক রিপন,যমুয়া টিভি র জেলা প্রতিনিধি জাকারিয়া হৃদয় সাংবাদিক জিল্লুর রহমান জলিল।এছাড়াও শহরের গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ সপ্তাহিক আপরাধ অনুসন্ধান এর পাঠক ফোরাম সহ আমন্তিত অতিথীবৃন্দ উপস্থিত ছিলেন।