.

জাকাতের কাপড় সংগ্রহকালে পদদলিত হয়ে প্রাণহানিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

১০ জুলাই : রাষ্ট্রপতি আবদুল হামিদ ময়মনসিংহে জাকাতের কাপড় সংগ্রহকালে পদদলিত হয়ে
প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় রাষ্ট্রপতি নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
তিনি পদদলিত হয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহে পদদলিত হয়ে বেশ কিছু মানুষের মৃত্যুর ঘটনায় আজ গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী এই মর্মান্তিক ঘটনায় যারা মারা গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং মৃতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাসস প্রতিনিধি জানান, আজ ভোরের দিকে ময়মনসিংহ শহরে পদদলিত হয়ে অন্তত ২৪ জনের মৃত্যু ও বেশ কিছু লোক আহত হয়েছে। যাদের প্রাণহানি ঘটেছে তাদের অধিকাংশই নারী।
তিনি জানান, নগরীর একটি জর্দা কারখানার কাছে ভোর ৪টা ৪৫ মিনিটে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ সময় সেখানে জাকাতের কাপড় বিতরণ করা হচ্ছিল।