চতুর্থ দিনের খেলা পরিত্যক্ত
বৃষ্টির কারণে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
আজ শুক্রবার ভোর থেকেই চট্টগ্রামের আকাশ কাঁদছে। সকাল ৯টা থেকে বৃষ্টির মাত্রা আরো বেড়ে যায়। ফলে নির্ধারিত সময় সকাল সাড়ে ৯টায় খেলা শুরু করা সম্ভব হয়নি। দক্ষিণ আফ্রিকা দল তো হোটেল থেকেই বের হয়নি।
দুপুর ১২টা ৫৫ মিনিটে বাংলাদেশের কয়েকজন খেলোয়াড় মাঠে আসেন। তারা দুপুরের খাবার খেয়ে স্টেডিয়ামের কাছের মসজিদে জুমার নামাজ পড়তে যান। ভারী বৃষ্টিতে ভিজে থাকা মাঠে খেলা সম্ভব নয় বলে দুপুর দেড়টায় চতুর্থ দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
বৃষ্টির বাগড়ায় গতকাল তৃতীয় দিনের শেষ সেশনে ১২.১ ওভারের বেশি খেলা সম্ভব হয়নি। দ্বিতীয় দিনেও ২৫ ওভার বাকি থাকতেই খেলা সমাপ্ত ঘোষণা করেছিলেন আম্পায়াররা। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ বিনা উইকেটে ৬১ রান। দুই ওপেনার স্টিয়ান ফন জিল ৩৩ ও ডিন এলগার ২৮ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের থেকে এখনো ১৭ রানে পিছিয়ে রয়েছে প্রোটিয়ারা।
এর আগে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ২৪৮ রানের জবাবে ৩২৬ রান করে বাংলাদেশ।