গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের কাশিয়ানিতে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭জন নিহত ও ১৫ আহত হয়েছে। আজ শনিবার সকাল ১১টার দিকে ভাটিয়াপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে ভাটিয়াপাড়া থেকে একটি মাইক্রোবাস মাওয়া ঘাটের দিকে যাওয়ার পথে ব্যাসপুর- থেকে গোপালগঞ্জগামী আশিক সাগর নামের একটি পরিবহনের সাথে মুখোমুখি সংর্ষষের ঘটনা ঘটলে ঘটনা স্থলে ৭ জন নিহত হয় ও ১৫ জন আহত হয় আহতদের কাশিয়ানী,গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতদের এখনো পরিচয় পাওয়া যায়নি।
কাশিয়ানি থানার ওসি মোঃ মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।