নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে জালাল উদ্দীন প্রাং (৬৫) নামের বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। ২৩/০৭/১৫ বৃহস্পতিবার দুপুরে
তাকে নিজ গ্রামের বাড়ী রাণীনগর উপজেলার এনায়েতপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন বেশকিছু দিন ধরে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৪টায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। তার নামাজে জানাজায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম পাটওয়ারী, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল-মাসউদ চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস্ চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ ও মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাড: ইসমাইল হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। জালাল উদ্দীন ওই গ্রামের মৃত ইমান আলীর ছেলে বলে পারিবারিক সুত্রে জানাগেছে