.

চাঁদপুরে গৃহবধূর বস্তাবন্দী লাশ উদ্ধার !!



চাঁদপুরের বিষ্ণুপুর কানুদী নদীর পাড় থেকে সুমি আক্তার (২৮) নামে এক গৃহবধূর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কানুদী লঞ্চঘাট সংলগ্ন একটি ধইঞ্চা ক্ষেত থেকে সুমি আক্তারের লাশ উদ্ধার করা হয়। নিহত সুমি আক্তারের স্বামীর নাম শাহাদাত হোসেন। মতলব পৌরসভার শোভনকর্দী গ্রামে তাদের বাড়ি বলে জানা গেছে।