জঙ্গি-হারিকেন ছাড়ুন, ল্যাপটপ মোবাইল হাতে নিন: তথ্যমন্ত্রী
ঢাকা, ১২ জুলাই ২০১৫, : বিএনপি নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গি এবং হারিকেন-কেরোসিন ছেড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ল্যাপটপ-মোবাইল হাতে নিন।
তিনি বলেন, ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকারকে কটাক্ষ করে খালেদা জিয়া বলেছিলেন, হারিকেন-কেরোসিন দিয়ে ডিজিটাল বাংলাদেশ হবে না।
আজ সুদূর পল্লীতে যেমন বিদ্যুৎ পৌঁছেছে তেমনি অপটিক্যাল ফাইবারের পাশাপাশি ব্রডব্যান্ড এবং মোবাইলের থ্রি-জি সংযোগ পৌঁছে দিয়ে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ছি। তাই, খালেদা জিয়াকে বলছি, জঙ্গি ছাড়ুন, হারিকেন-কেরোসিন ছাড়ুন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ল্যাপটপ-মোবাইল হাতে নিন।
আজ রবিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ডাটা সফ্ট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড উদ্ভাবিত ‘টিভি গাইড বাংলাদেশ’ মোবাইল এপ্লিকেশন (এপ) এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।