.

আফগানিস্তানে আত্মঘাতী বোমায় নিহত ১৫

আফগানিস্তানের উত্তরাঞ্চলের ফারইয়াব প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছে।

বুধবার প্রাদেশিক সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
 
এতে বলা হয়েছে, বুধবার সকালে ফারইয়াব প্রদেশের আলমার জেলায় একটি বাজারে এক আত্মঘাতী হামলাকারী তার সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটালে হতাহতের ঘটনা ঘটে। বিস্ফোরণে হামলাকারীও নিহত হয়।
 
জঙ্গি গোষ্ঠী তালেবানের সঙ্গে আফগান সরকারের আরেক দফা শান্তি আলোচনা শুরুর আগে এ হামলার ঘটনা ঘটলো। তবে কোনো গোষ্ঠী এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি।

ফারইয়াব প্রদেশের গভর্নর আবদুল সাত্তার বারেজ এএফপিকে বলেন, 'আজ সকালে আলমার এলাকায় একটি বাজারে এক আত্মঘাতী বোমা হামলাকারী তার সঙ্গে থাকা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়। এখন পর্যন্ত আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, হামলায় ১৫ জন নিহত ও অন্তত ৩৮ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশু এবং এক আফগান সেনা সদস্যও রয়েছে।'
 
আলমার জেলার প্রধান সালেহ মোহাম্মদ সালেহ হামলায় ১৫ জনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় আহত বেশ কয়েকজনের অবস্থাও আশঙ্কাজনক।
 
স্থানীয় পুলিশ কর্মকর্তা সাইফ এএফপিকে বলেন, 'আলমারের ওই বাজারে একজন আত্মঘাতী বোমা হামলাকারী ঢুকেছে- এমন তথ্য আমাদের কাছে ছিল। তাকে ধরার জন্য আমরা পুলিশ চেকপোস্টও বসিয়েছিলাম।'
 
তিনি বলেন, 'এরই মধ্যে বাজারে থাকা সামরিক বাহিনীর একটি সাঁজোয়া যানের কাছে ২০ থেকে ২৫ বছর বয়সী ওই হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়।'

Md. Anwar Khan