এন,এইচ,সি,আর,এফ নিউজ , ঢাকা ,(১৩ জুলাই) : দেশের চলমান সংকট নিরসনে মধ্যবর্তী
একটি নির্বাচন অনুষ্ঠিত হলে হারিয়ে যাওয়া গণতন্ত্র কিছুটা হলেও ফিরে আসবে
বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এমাজউদ্দীন আহমেদ।
সোমবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে অল কমিউনিটি ফোরাম আয়োজিত গণতন্ত্র পুনরুদ্ধার ও অর্থ-বহ মধ্যবর্তী নির্বাচনের দাবিতে এক নাগরিক সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।’
এমাজউদ্দীন আহমেদ বলেন, বর্তমান সরকারের আমি সমলোচনা করবো না শুধু দোয়া করি তাদের যেন শুভবুদ্ধির উদয় হোক, রমাজান মাসে রোযা রেখে অন্তত সুচিন্তা করে তারা একটি মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করুক যাতে করে দেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র কিছুটা হলেও ফিরে পায়।
সরকারের সমলোচনা করে প্রবীণ এই রাষ্ট্রবিজ্ঞানী বলেন, ‘সরকারের বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে আমরা নির্বাচনের দিকে এখন অগ্রসর হচ্ছি না ।আমরা দেশের উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছি। আমি তাদের উন্নয়নের কথা বলি, পদ্মা সেতুর কাজ শুরু হয়েছে শেষ হবে কখন জানিনা। বিশ্বব্যাংক তাদের অর্থায়ন বন্ধ করে দিয়েছে, এটাই কি তাদের উন্নয়ন। আমি বলতে চাই গণতন্ত্র বকেয়া রেখে দেশ উন্নয়ন সম্ভব নয়।
আইন শৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে তিনি বলেন, তাদের দায়িত্ব দেশের সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা কিন্তু তারা সেটা না করে বিএনপি-জামায়াত দমন করার কাজে ব্যবহারিত হচ্ছে।
বিএনপিপন্থী এই বুদ্ধিজীবী বলেন, সংসদে যাদেরকে বিরোধী দল হিসেবে রাখা হয়েছে, এটা কেমন বিরোধী দল। বিরোধী দলের মধ্যে মন্ত্রী থাকে, এটা অশিক্ষিত আচরণ ছাড়া আর কিছু না ।
সোমবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে অল কমিউনিটি ফোরাম আয়োজিত গণতন্ত্র পুনরুদ্ধার ও অর্থ-বহ মধ্যবর্তী নির্বাচনের দাবিতে এক নাগরিক সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।’
এমাজউদ্দীন আহমেদ বলেন, বর্তমান সরকারের আমি সমলোচনা করবো না শুধু দোয়া করি তাদের যেন শুভবুদ্ধির উদয় হোক, রমাজান মাসে রোযা রেখে অন্তত সুচিন্তা করে তারা একটি মধ্যবর্তী নির্বাচনের ব্যবস্থা করুক যাতে করে দেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র কিছুটা হলেও ফিরে পায়।
সরকারের সমলোচনা করে প্রবীণ এই রাষ্ট্রবিজ্ঞানী বলেন, ‘সরকারের বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে আমরা নির্বাচনের দিকে এখন অগ্রসর হচ্ছি না ।আমরা দেশের উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছি। আমি তাদের উন্নয়নের কথা বলি, পদ্মা সেতুর কাজ শুরু হয়েছে শেষ হবে কখন জানিনা। বিশ্বব্যাংক তাদের অর্থায়ন বন্ধ করে দিয়েছে, এটাই কি তাদের উন্নয়ন। আমি বলতে চাই গণতন্ত্র বকেয়া রেখে দেশ উন্নয়ন সম্ভব নয়।
আইন শৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে তিনি বলেন, তাদের দায়িত্ব দেশের সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা কিন্তু তারা সেটা না করে বিএনপি-জামায়াত দমন করার কাজে ব্যবহারিত হচ্ছে।
বিএনপিপন্থী এই বুদ্ধিজীবী বলেন, সংসদে যাদেরকে বিরোধী দল হিসেবে রাখা হয়েছে, এটা কেমন বিরোধী দল। বিরোধী দলের মধ্যে মন্ত্রী থাকে, এটা অশিক্ষিত আচরণ ছাড়া আর কিছু না ।