এন,এইচ,সি,আর,এফ নিউজ ( ১৩ জুলাই ) : স্বরাষ্ট্র্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান
খান কামাল বলেছেন, সিলেটে চুরির অভিযোগ তুলে পিটিয়ে শিশু সামিউল আলম রাজনকে
হত্যায় জড়িত অন্যদের দ্রুত গ্রেফতার করা হবে। খুনিরা কেউ ছাড় পাবে না।
সোমবার বিকালে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
শিশু রাজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনাটি ইন্টারনেটে প্রকাশের পর তা নিয়ে দেশ জুড়ে তুমুল সমালোচনার ঝড় শুরু হয়।
স্বরাষ্ট্র্র প্রতিমন্ত্রী বলেন,
‘ঘটনাটি হৃদয়বিদারক ও মর্মস্পর্শী। একজনকে রিমান্ডে নেওয়া হয়েছে। আরো
একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও দ্রুত গ্রেফতার করার জন্য পুলিশকে
নির্দেশ দেওয়া হয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না।’
বুধবার সকালে সিলেটে পিটিয়ে হত্যা করা
হয় ১৩ বছরের শিশু শেখ রাজনকে। নির্যাতনকারীরা শিশুটিকে পেটোনোর ভিডিও ধারণ
করে এবং ইন্টারনেটে তা ছড়িয়ে দেয়। ২৮ মিনিটের ওই ভিডিও সামাজিক যোগাযোগ
মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তোলপাড়। ঘটনার পরপরই জনতা মুহিত আলম নামে
একজনকে ধরে পুলিশে দেয়। সোমবার সকালে ইসমাইল হোসেন আবলুছ নামে আরেকজনকে
গ্রেফতার করে পুলিশ।