.

সাভারে রাস্তা অবরোধ !!



সাভার: মহাসড়কে সিএনজি অটোরিকসা বন্ধ করার প্রতিবাদে সাভার থানা বাসস্ট্যান্ডে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে সিএনজি অটোরিকসা মালিক ও চালকরা। রোববার ( ২ আগস্ট) বেলা সাড়ে ১০ টায় এই অবরোধ করে তারা। এই সময় প্রায় ১ ঘন্টা বন্ধ ছিল ওই মহাসড়কে যানচলাচল। সংবাদে পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলা সাড়ে ১১ টারদিকে অবরোধকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। 
পুলিশ জানায়, গত শনিবার সারাদেশেরমত সাভারেও মহাসড়কে চলাচলরত অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করা হয়। এর প্রতিবাদে আজ স্থানীয় প্রায় পাঁচ শতাধিক সিএনজি মালিক ও চালকরা মহাসড়ক অবরোধ করেন। 

সিএনজি চালক জলিল হোসেন জানান, মহাসড়কে সিএনজি অবৈধ হওয়াটা অযৌক্তিক। প্রতিবছর আমরা ট্র্যাক্স দেই। আমাদের গাড়ির ইঞ্জিন রয়েছে। তাহলে ব্যাটারীর গাড়ির মত আমরা কেন অবৈধ হব? তাছাড়া এসব অটোরিকসা্ বন্দ করার আগে, আমাদের জবাব দিতে হবে, কি করে এই অটোরিক্সা আমাদের দেশে প্রবেশ করলো। সাভার মডেল থানার সিনিয়র এএসপি রাসেল শেখ জানান, সিএনজি চালক ও মালিকরা একজোট হয়ে হঠাৎ এই অবরোধের ঘটনা ঘটায়। পরে সংবাদ পেয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে।