.

সিংগাইরে পাওনা টাকা চাওয়াতে পাওনাদারকে প্রাণ নাশের হুমকি


সিংগাইর সংবাদদাতাঃ (Tuhin Khan)
মানিকগঞ্জের সিংগাইরে পাওনা টাকা চাওয়াতে তমেজুদ্দিন (৪০) নামে এক ব্যক্তি পাওনাদারকে উল্টো প্রাণ নাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত তমেজুদ্দিন সিংগাইরের মেদুলিয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে। দীর্ঘদিন যাবত অনেকের সাথে প্রতারণা করে আসাতে প্রতারক তমেজুদ্দিন হিসাবেই বেশি পরিচিত। সম্প্রতি তার বিরুদ্ধে একই এলাকার মৃত হাছেন আলীর ছেলে কহিনুর (৪৫) বাদী হয়ে থানায় জি.ডি করলে বিষয়টি সাংবাদিকদের নজরে আসে।
পুলিশ ও বাদী পরিবার জানায়, গত ২ বছর পূর্বে তমেজুদ্দিন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কহিনুরের নিকট থেকে ধার নেয়। এতে তমেজুদ্দিনের কথা ছিল, পরবর্তী ১৫ দিনের মধ্যে সমস্ত টাকা ফেরৎ দিয়ে দিবে। কিন্তু তমেজুদ্দিন কহিনুরকে বিভিন্ন টাল বাহানা দিয়ে ঘুরাতে থাকে বছরের পর বছর। এদিকে গত ৬ আগস্ট এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে তমেজুদ্দিনের কাছে কহিনুর পাওনা টাকা ফেরৎ চায়। এতে তমেজুদ্দিন উত্তেজিত হয়ে কহিনুরকে মেরে ফেলার হুমকি দিয়ে মারতে উদ্যত হয়। এসময় উপস্থিত সবাই বিষয়টি সামাল দেন। কহিনুর বাদী হয়ে সিংগাইর থানায় তমেজুদ্দিনের বিরুদ্ধে একটি জি.ডি করেছে। 
সিংগাইর থানার উপ-পরিদর্শক মোঃ আল-আমিন তালুকদার জানান, প্রাথমিকভাবে তমেজুদ্দিনের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতার প্রমাণ পাওয়া গেছে। সম্পূর্ন তদন্ত শেষে তমেজুদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান। 
অন্যদিকে স্থানীয় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মোঃ নজরুল ইসলাম খান দৈনিক মানুষের কণ্ঠকে জানান, তমেজুদ্দিনের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। একই এলাকার রতন নামের এক ব্যক্তির সাথে প্রতারণা করে রতনকে পথে নামিয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে প্রবাসীদের স্ত্রী, নববধু ও যুবতী মেয়েদের উত্যক্ত করার অভিযোগ সহ এরকম অহরহ অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে।