ঢাকা প্রতনিধিি:- জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় অসম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নদ্রস্টা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে ১৫ই আগস্ট হত্যার মধ্যে দিয়ে বাঙ্গালী ইতিহাসে এক কালিমালিপ্ত অধ্যায় রচিত হয়। শুক্রবার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে বিরোধীদলীয় নেতার দেওয়া শোক বাণীতে তিনি এ কথা বলেন।
শোক বাণীতে রওশন এরশাদ বলেন, ১৫ই আগস্ট কেবল একজন রাষ্ট্রনায়ককে নৃশংসভাবে হত্যা করা হয়নি বরং ধূলিসাৎ করা হয়েছে বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠা এবং মুক্তিযুদ্ধের চেতনায় অসম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নকেও।
তিনি আরও বলেন, আমাদের জাতীয় ইতিহাসে বঙ্গবন্ধুর অবদান অপরিসীম। তারই নেতৃত্বে বাঙ্গালী জাতি অর্জন করে বহুকাঙ্খিত স্বাধীনতা। বঙ্গবন্ধু যে সোনার বাংলা প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, তা এগিয়ে নিতে হলে দরকার আমাদের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন। অর্থনৈতিকভাবে জাতিকে আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ করে তোলার ক্ষেত্রে দলমত নির্বিশেষে সকলে একযোগে কাজ করলে তবেই জাতির পিতার স্বপ্ন পূরণ হবে।
দেশবাসীকে সব বির্তকের উর্ধ্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আপন মহিমায় প্রতিস্থাপন করার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা। পাশাপাশি শোকাহত চিত্তে তিনি গভীর শ্রদ্ধা জানান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের শহীদ সদস্যের স্মৃতির প্রতি। পরম করুণাময় আল্লাহর দরবারে সেদিনের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শহীদদের শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।