অলৌকিক ক্ষমতার প্রমাণ দিতে তিন বছরের শিশুকন্যাকে পিটিয়ে মারল মা-বাবা। মঙ্গলবার ভোর ৫টায় চাঁদপুরের শাহরাস্তি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত মা-বাবাকে আটক করে গতকাল আদালতে পাঠিয়েছে।পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকার কয়েকটি এনজিও থেকে ১ লাখ টাকা ঋণ নেন শিশু সুমাইয়ার মা আমেনা বেগম। ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে আমেনা ও তার স্বামী এমরান মিলে 'কবিরাজি'র মাধ্যমে টাকা আয় করার বুদ্ধি করেন। এরই ধারাবাহিকতায় গত ছয় দিন পূর্বে এমরান এলাকায় প্রচারণা চালান, আমেনা বেগমকে জ্বিনে পেয়েছে এবং সে অলৌকিক ক্ষমতা লাভ করেছে। এ কথার প্রমাণ দিতে বলা হয়- তাদের শিশুকে পেটালেও সে কখনো কান্না-কাটি করবে না। এরপর প্রতিদিনই জনসম্মুখে শিশুকে পেটানো শুরু করেন আমেনা ও এমরান। টানা ছয় দিনের অমানবিক নির্যাতনে মঙ্গলবার ভোর ৫টায় মৃত্যুর কোলে ঢলে পড়ে সুমাইয়া। খবর পেয়ে শাহরাস্তি মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে এবং ঘাতক বাবা-মাকে গ্রেফতার করে।
থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, এ ঘটনায় এসআই নিজামুদ্দিন বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। অভিযুক্ত মা-বাবাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।