ইন্টারন্যাশনাল ডেস্ক,nhcrf নিউজ, (২৩ আগস্ট) : ইরাকের আনবার প্রদেশে
অন্তত ৫০ সৈনিককে হত্যা করেছে চরমপন্থী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
প্রদেশটিতে পৃথক দুই হামলায় নিহতরা সরকারি বাহিনীর সৈনিক ও সহযোগী শিয়া যোদ্ধা ছিলেন।
প্রাদেশিক এক কর্মকর্তার বরাত দিয়ে রোববার এ খবর দিয়েছে আলজাজিরা।
আনবার প্রাদেশিক পরিষদের প্রেসিডেন্ট সাবাহ আল-কারহুট বলেছেন, আইএসের সশস্ত্র যোদ্ধারা প্রাদেশিক রাজধানী রামাদির পশ্চিমে ওই দুটো হামলা চালিয়েছে গত শুক্রবার।
তবে আইএসের পক্ষ থেকে এ হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।
ইরাক ও সিরিয়ার বেশিরভাগ অঞ্চল এখন আইএসের দখলে ও নিয়ন্ত্রণে রয়েছে। কথিত খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে তারা এই লড়াই চালিয়ে যাচ্ছে।
প্রদেশটিতে পৃথক দুই হামলায় নিহতরা সরকারি বাহিনীর সৈনিক ও সহযোগী শিয়া যোদ্ধা ছিলেন।
প্রাদেশিক এক কর্মকর্তার বরাত দিয়ে রোববার এ খবর দিয়েছে আলজাজিরা।
আনবার প্রাদেশিক পরিষদের প্রেসিডেন্ট সাবাহ আল-কারহুট বলেছেন, আইএসের সশস্ত্র যোদ্ধারা প্রাদেশিক রাজধানী রামাদির পশ্চিমে ওই দুটো হামলা চালিয়েছে গত শুক্রবার।
তবে আইএসের পক্ষ থেকে এ হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।
ইরাক ও সিরিয়ার বেশিরভাগ অঞ্চল এখন আইএসের দখলে ও নিয়ন্ত্রণে রয়েছে। কথিত খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে তারা এই লড়াই চালিয়ে যাচ্ছে।