সাভার
প্রতিনিধি:- সারাদেশের মহাসড়কগুলোর একশত চুয়াল্লিশটি ঝুঁকিপূর্ণ বাঁকের উন্নয়ন কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার দুপুরে সাভারের নবীনগরে নবীনগর-আরিচা মহাসড়কের ব্ল্যাক স্পট উন্নয়ন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন মন্ত্রী।
মন্ত্রী এসময় সারাদেশের একশত চুয়াল্লিশটি ঝুঁকিপূর্ণ বাঁকের উন্নয়ন কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে বলে আশা প্রকাশ করেন।
রাজধানীতে ফিটনেস বিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনায় সড়কে যান চলাচল কমে যাওয়ায় যে জনদূর্ভোগ তৈরী হয়েছে তা নিরসণেও ব্যবস্থা নেয়া হচ্ছে বলে এসময় জানান মন্ত্রী।