.

নীলফামারীতে ট্রেনের ধাক্কায় ৪ পুলিশ নিহত

নীলফামারীর প্রতনিধিি:- নীলফামারীর সৈয়দপুরে পুলিশের একটি পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কায় ৪ পুলিশ নিহত হয়েছেন। নিহতরা হলেন- পুলিশ কনস্টেবল সামসুল ইসলাম, মাইনুল হক, শরিফুল ইসলাম ও মো. ফারুক হোসেন।

শুক্রবার রাত সোয়া ১১টার দিকে সৈয়দপুর ঢেলাপীর লেবেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো ৯ জন।

পুলিশ  জানায়, নীলফামারী থেকে ঢাকা যাওয়ার পথে নীলসাগর এক্সপ্রেস নামের একটি আন্তঃনগর ট্রেন ঢেলাপীর নামক রেলক্রসিং অতিক্রম করার সময় সৈয়দপুর থানা পুলিশের একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় পিকআপ ভ্যানটি পাশের একটি খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় সামসুল ইসলামের। পরে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় মাইনুল হকের। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ২টার দিকে শরিফুল ইসলামের ও সকাল সাড়ে ৭ টার দিকে ফারুক হোসেনের মৃত্যু হয়।

জেলা পুলিশ সুপার সুপার জাকির হোসেন খান ও সৈয়দপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সহিদ জানান, আহতদের মধ্যে  ৬ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং ৩ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।