.

স্বরুপকাঠীতে ১৫০ পিচ ইয়াবা উদ্ধার



স্বরুপকাঠী প্রতিনিধি

স্বরুপকাঠীতে নাহিদ(২৭) নামের এক বিশিষ্ট মাদক ব্যাবসায়ীর বাসায় তলস্নাসি চালিয়ে ১৫০ পিচ ইয়াবা উদ্বার করেছে পুলিশ। গত ২২ আগষ্ট শুক্রবার গভীর রাতে উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ের সুটিয়াকাঠি গ্রামের নাহিদের নিজ বাসা থেকে ওই ইয়াবা উদ্ধার হয়েছে। নাহিদ গ্রামের মোঃ বাবুল মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে নাহিদের বাসায় পুলিশ অভিযান চালিয়ে ১৫০ পিচ ইয়াবা উদ্ধার করে। এর আগে বাসায় পুলিশের উপস্থিতি টের পেয়ে নাহিদ পালিয়ে যায়। পরে এব্যাপারে পুলিশের পক্ষ থেকে গতকাল শনিবার তাকে আসামী করে ¯^iƒcKvVx থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। থানায় দায়েরকৃত মামলা নং- ১২।