.

বগুড়া-নওগাঁ সড়কে চালকের গলা কেটে হত্যা করে সিএনজি চালিত অটোরিকশা ছিনতাই



আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি
          বগুড়ার আদমদীঘি সিএনজি চালিত অটোরিকশার চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরাগত ১৪ আগস্ট রাতের কোনো এক সময়ে এ ঘটনাটি ঘটায় দুর্বৃত্তরাপরে চালকের লাশটি বগুড়া-নওগাঁ সড়কের চৌমহনী লাল সেতুর পাশে ফেলে রাখেআজ শনিবার ভোরে স্থানীয়রা লাশটি দেখে দুপচাঁচিয়া থানা পুলিশকে খবর দেয়
          নিহত অটোরিকশার চালক আবদুস সালাম(গুলায়)(৪৩) আদমদীঘির কালাইকুড়ি গ্রামের মৃত লালু ছেলে
          নিহতের পরিবার ও থানা পুলিশ জানায়, নিহত চালক আবদুস সালাম ঘটনার রাতের কোনো এক সময়ে অটোরিকশায় গ্যাস ভরানোর জন্য বগুড়ার দিকে আসেনলাল সেতুর কাছে দুর্বৃত্তরা সড়ক অবরোধ করে অটোরিকশার চালকের গলা কেটে হত্যা করে লাশটি সেতুর পাশে ফেলে রাখে এবং অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়
          ঘটনাস্থলে থাকা দুপচাঁচিয়া থানার উপপরিদর্শক(এসআই) আসলাম হোসেন বলেন, পরিবারের লোকজন এসে লাশটি সনাক্ত করেছে