রাজধানীর প্রাণকেন্দ্র ঢাকার যানজট কমাতে রাজধানীর হাতিরঝিল-সাতরাস্তা মোড় থেকে টঙ্গী চেরাগ আলী মার্কেট পর্যন্ত সড়কে ইউলুপ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
যানজট নিরসনে বিভিন্ন প্রকল্প পরিদর্শনে গিয়ে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উত্তরায় জসীম উদ্দীন মোড়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
আনিসুল হক বলেন, প্রাথমিকভাবে চারটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগামী সপ্তাহে কাকলী, এয়ারপোর্ট, জসীম উদ্দীন এবং আব্দুল্লাহপুরে এ চারটি প্রকল্পের কাজ শুরু হয়ে শেষ হবে ছয় মাসের মধ্যে।
এছাড়া পরবর্তীতে সোনারগাঁও মোড়, ফার্মগেট, বিজয় সরণি, গুলশান-১ ও ২ এলাকার সংযোগ সড়কগুলো ইউলুপ করা হবে।
এসব কাজে অর্থায়ন করবে সড়ক ও জনপথ বিভাগ এবং সিটি করপোরেশন। প্রকল্প বাস্তবায়িত হলে রাজধানী ঢাকার যানজট ৫০ শতাংশ কমে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মেয়র।