রাণীনগর নওগাঁ (প্রতিনিধি)২৩ সেপ্টম্বর)উপজেলার ্গুয়াতা উচ্চ বিদ্যালয় টি ঝুঁকিপূর্ণ স্কুলভবনের ওপর দ্বিতল ভবন নির্মাণ করায় ভবনের বিভিন্ন স্থানে বড় বড় ফাটলের দেখা দিয়েছে। এতে যে কোন সময়ে দুর্ঘটনা ঘটতে পারে। শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৬৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে এই নতুন দ্বিতল ভবনটি। এতে করে ওই গ্রামের স্থানীয় বাসিন্দরা নির্মাণে বাধা দিলেও ঠিকাদার ও বিদ্যালয় কর্তৃপক্ষ নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন। এরই মাঝে তড়িঘড়ি করে ভবন উদ্বোধনের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের দীর্ঘদিনের পুরোনো ভবনের ল্যাবরেটরি কক্ষের ছাদ থেকে সিমেন্ট, বালি ও প্লাস্টার খসে পড়ে গেছে। যে কোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক জানান, ঊর্ধ্বতন মহল থেকে প্রকৌশলীরা এসে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এই পুরোনো ভবনের উপর নতুন করে ভবন নির্মাণের অনুমোদন দিয়েছেন। এখানে স্কুল কর্তৃপক্ষের করার কিছু নেই।
ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক জানান, সংশ্লিষ্ট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী অনুমোদন দিয়েছে ওই মোতাবেক কাজ হচ্ছে। নওগাঁ জেলা শিক্ষা অধিদপ্তরের উপ-প্রকৌশলী মো. নাজমুল হোসেন জানান, পুরোনো ভবনটি ঝুঁকিপূর্ণ নয় তাই তার উপরে নতুন ভবন নির্মাণের অনুমোদন দেয়া হয়েছে। এতে ভেঙে পড়ার কোন আশংকা নেই।