গাইবান্ধার হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রকে পূর্ণাঙ্গ প্রশাসনিক থানায় রুপান্তরের দাবীতে পলাশবাড়ী উপজেলার হরিনাবাড়ী বাজারে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার সকাল ১০ টায় হরিনাবাড়ী পূর্ণাঙ্গ থানা বাস্তবায়ন কমিটির আহবায়ক মাজহারুল ইসলাম জিন্নু মিয়ার সভাপতিত্বে অএ এলাকার শিক্ষক, ছাএ, কামাড়, কুমার, জেলে, তাঁতী ও নারীসহ হাজার হাজার লোক এ মানব বন্ধনে উপস্থিত হয়ে হরিনাবাড়ীতে পূর্ণাঙ্গ প্রশাসনিক থানায় রুপান্তরের জন্য সরকারের কাছে দাবী জানান। এলাকার দীর্ঘ দিনের প্রাণের দাবী হরিনাবাড়ীতে পূর্ণাঙ্গ প্রশাসনিক থানায় রুপান্তরের দাবীতে বক্তব্য রাখেন থানা বাস্তবায়ন কমিটির যুগ্ন আহবায়ক আশাদুজ্জামান ( লোকমান), কাজী আবু বোরহান (বাবুল) ,আঃ রউফ,মাকসুদার রহমান মাসুদ, অধ্যক্ষ আঃ রশিদ প্রধান, জেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী রায়হান, স্থানীয় ইউপি সদস্য আবু ইবনে নাসের লিমন, সাংবাদিক নূর আলম আকন্দ,প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, রুহুল আমীন প্রধান, সাইফুল ইসলাম, আশরাফুল ইসলাম,শামীম আল মামুন, আতাউর রহমান, আজাদ প্রমূখ।
বক্তারা বলেন হরিনাবাড়ী থেকে পলাশবাড়ী , গাইবান্ধা সদর, সাঘাটা ও গোবিন্দগঞ্জের দুরত্ব প্রায় ২৫ কিলোমিটার। তাই যৌতিক, ভৌগোলিক ,আয়তন ও জসংখ্যার কারনে এবং সাধারণ মানুষের আইনি সুবিধার্থে হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রকে পূর্ণাঙ্গ প্রশাসনিক থানায় রুপান্তর করা অতীব জরুরী। তাই আমরা এ মানব বন্ধনের মাধ্যমে ¯^ivóª মন্ত্রীসহ সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি গোচর করছি। #