.

মালয়েশিয়ায় থেকে ফিরছে ১১৫ বাংলাদেশি

nhcrf নিউজ ,(২০অক্টোবর ) :  নিজের ভাগ্য পরিবর্তন করতে গিয়ে সমুদ্রপথে পাচারের শিকার ১১৫ জন বাংলাদেশী আজ দেশে ফিরিয়ে আনা হচ্ছে। এর আগে গত চার মাসে মালয়েশিয়া থেকে ফিরেছেন ৫০৬ জন বাংলাদেশী। আজ দুপুরে বাংদেশ বিমানের বিজি ০৮৭ ফ্লাইটে তারা মালয়েশিয়া থেকে রওনা হয়ে বিকালে ঢাকায় পৌঁছবেন। এ নিয়ে মোট ৬২১ জন বাংলাদেশী দেশে ফিরবেন।
১১৫ জনের মধ্যে ২৬ জন কক্সবাজারের, ১৩ জন নরসিংদীর, ১০ জন হবিগঞ্জের, ৬ জন নারায়ণগঞ্জের এবং পাঁচজন যশোরের বাসিন্দা। বাকিরা চট্টগ্রাম, বান্দরবান, সুনামগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, গাইবান্ধা, বগুড়া ও কুষ্টিয়ার বাসিন্দা।

0 Response to "মালয়েশিয়ায় থেকে ফিরছে ১১৫ বাংলাদেশি"

Post a Comment