.

শিয়াদের ওপর হামলায় যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নিন্দা

nhcrf নিউজ , (২৫অক্টোবর ) : রাজধানীর পুরান ঢাকায় শিয়াদের তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূত। শনিবার সকালে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বার্নিকাট ঢাকাস্থ দূতাবাসের ফেসবুকে এক বার্তায় শিয়াদের ওপর বোমা হামলাকে ‘অর্থহীন’ আখ্যায়িত করেছেন।
তিনি এর তীব্র নিন্দা জানিয়ে বোমা হামলায় নিহত ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
বার্নিকাট বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে ‘জটিল’ আখ্যায়িত করে বর্তমান সরকার ও বাংলাদেশের জনগণের পাশে যুক্তরাষ্ট্রের থাকার অঙ্গীকারও করেছেন।
এদিকে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসনও তাজিয়া মিছিলে বোমা হামলার ঘটনার তীব্র নিন্দা জানান।
রবার্ট গিবসন শনিবার এক টুইট বার্তায় বলেন, তাজিয়া মিছিলে কাপুরুষোচিত হামলা হয়েছে। এই ধরনের হামলা ও অসহিষ্ণুতা গ্রহণযোগ্য নয়। আমি নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
প্রসঙ্গত, শুক্রবার রাত ২টার দিকে হোসনি দালান এলাকায় বোমা হামলায় এক কিশোর নিহত এবং শতাধিক আহত হয়েছেন।

0 Response to "শিয়াদের ওপর হামলায় যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নিন্দা"

Post a Comment