.

নওগাঁয় এনএসআই কর্তৃক আটক ভূয়া ডাক্তার কায়ছার উদ্দীন মাহফুজকে ২ বছরের সশ্রম কারাদন্ড





নওগাঁয় এনএসআই কর্তৃক আটক ভূয়া ডাক্তার কায়ছার
উদ্দীন মাহফুজকে ২ বছরের সশ্রম কারাদন্ড
দিয়েছে ভাম্যমান আদালত
নওগাঁ নওগাঁয় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা কর্তৃক
আটক ভূয়া ডাক্তার কায়ছার উদ্দীন মাহফুজকে ২
বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে ভাম্যমান আদালত।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সিভিল সার্জন কার্যালয়ে
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট রিপন কুমার
সাহা এ আদেশ দেন। কারাদন্ডাদেশ প্রাপ্ত ডাক্তার
জেলার বদলগাছী উপজেলার জগদিশপুর গ্রামের
কামাল উদ্দীনের পুত্র।
সিভিল সার্জন ডাঃ মোজাহার হোসেন বুলবুল জানান,
গোপন সংবাদের ভিত্তিতে জেলা জাতীয় নিরাপত্তা
গোয়েন্দা সংস্থা জানতে পারে শহরের কাজীর
মোড়ে কমপ্যাথ ও ল্যাব এইড ডায়াগনিষ্ট সেন্টারে
দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা চালিয়ে আসছে। তার
আলট্রাসনোগ্রাম রিপোর্টের সাথে বাস্তবে
রোগীর কোন মিল পাওয়া যায় না। তার ডাক্তারী
পাশের সনদপত্র সবই ভূয়া এবং জাল কাগজ। আজ
বিকেল সাড়ে ৫টার সময় ল্যাব এইডের সামনে
থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা নওগাঁর
উপ-পরিচালক রেজাউল হক এর নেতৃত্বে সঙ্গীয়
অফিসারসহ তাকে আটক করে সিভিল সার্জন
কার্যালয়ে নিয়ে আসে। সেখানে ঢাকা মেডিকেল
কলেজে ২০১৩ সালে পাশের সার্টিফিকেট।
পাশের পর কোন ইর্ন্টানী নাই। যে
রেজিঃষ্ট্রেশান ব্যবহার করেছেন তা ডাঃ কায়ছার
উদ্দীনের। ডাঃ কায়ছার মাহফুজের নয়। এমবিবিএস,
ডিসিপি ও এমডি পদবী ব্যবহার করেছেন সবই ভূয়া বা
জাল সনদপত্র। সে ঢাকা থেকে এগুলো তৈরী
করেছেন বলে এনএসআই এর নিকট স্বীকার
করেছে। সে ঢাকার সভারের বেসরকারী চয়নিকা
হাসপাতাল ও ঢাকার চাংকারপুল ডায়াগনিষ্টক সেন্টারসহ
বিভিন্ন ডায়াগনষ্টিক এ ডাক্তারের সহকারী হিসাবে
কাজ করত। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে
আদালতের বিচারক এ আদেশ প্রদান করেন। পরে
তাকে জেলা কারাগারে প্রেরন করা হয়।

0 Response to "নওগাঁয় এনএসআই কর্তৃক আটক ভূয়া ডাক্তার কায়ছার উদ্দীন মাহফুজকে ২ বছরের সশ্রম কারাদন্ড"

Post a Comment