.

মঠবাড়িয়ায় দুই সহোদর গ্রেফতার


মঠবাড়িয়া প্রতিনিদিঃ মঠবাড়িয়া থানা পুলিশ মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে মারপিটের মামলার আসামী স্বপন শিকদার ও রতন শিকদার নামের দুইসহোদরকে গ্রেফতার করেছে। থানার এসআই আঃ রহমান ঢালী জানান, নিয়মিত মামলায় তাদের গ্রেফতার করে মঙ্গলবার সকালেই আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত আসামীদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে।

মামলা সূত্রে জানাগেছে, মঠবাড়িয়া পৌর শহরের টিএন্ডটি রোডের মৃত নরেন চন্দ্র বৈরাগীর ছেলে সমীর চন্দ্র বৈরাগীর সাথে দীর্ঘদিন ধরে মৃত হরেন্দ্র নাথ শিকদারের ছেলে স্বপন শিকদারের পারিবারিক বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় স্বপন শিকদার ও রতন শিকদারের নের্তৃত্বে হামলা চালিয়ে সমীর চন্দ্র বৈরাগীর অনুপস্থিতে তার স্ত্রী জুতিকা রানীকে ব্যাপক মারধর করে শীলতাহানীর চেষ্টা চালায় এবং স্বর্নালংকার ও নগদ ২৫হাজার টাকা ছিনিয়ে নেয়। এব্যাপারে গত রবিবার মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।

0 Response to "মঠবাড়িয়ায় দুই সহোদর গ্রেফতার"

Post a Comment