.

মোবাইল সেট না পেয়ে কিশোরের আত্মহত্যা


বানারীপাড়া  প্রতিনিধিঃ বানারীপাড়ার উদয়কাঠি গ্রামে বাবার কাছে মোবাইল ফোন সেট চেয়ে না পাওয়ায় অভিমানে আঃ সালাম নামের এক কিশোর বিষপানে আত্মহত্যা করেছে। জানা গেছে উপজেলার উদয়কাঠি গ্রামের আব্দুল হাকিম হাওলাদারের ছেলে স্থাণীয় মলুহার ইসলামিয়া মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্র আব্দুস সালাম তার বাবার কাছে একটি মোবাইল সেটের বায়না ধরে পেতে ব্যর্থ হয়ে অভিমানে রোববার সন্ধ্যায় বিষপান করে।অচেতন অবস্থায় উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পর তাকে মৃত ঘোষনা করা হয়। এ ঘটনায় বানারীপাড়া থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

0 Response to "মোবাইল সেট না পেয়ে কিশোরের আত্মহত্যা"

Post a Comment