.

বানারীপাড়ায় প্রধানমন্ত্রীর পক্ষে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে শেরে বাংলার দৌহিত্র রাজুর দেওয়া ফ্যাস্টুন ছিড়ে ফেলেছে দিয়েছে দুর্বৃত্তরা

বানারীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শেরে বাংলার দৌহিত্র এ কে ফাইয়াজুল হক রাজুর দেওয়া ডিজিটাল ফ্যাস্টুন ছিড়ে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার উত্তর নাজিরপুর গ্রামের দান্ডয়াটে ঝুঁলানো ওই ফ্যাস্টুনটি অজ্ঞাত দুর্বৃত্তরা ছিড়ে ফেলে দেয়। সম্প্রতি শেরেবাংলার দৌহিত্র বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও আওয়ামীলীগ নেতা ফাইয়াজুল হক রাজু ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলী জানিয়ে মহান জাতীয় নেতা শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা,সাবেক চীফ হুইপ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ ও নিজের ছবি সম্বলিত ডিজিটাল ফ্যাস্টুন বানারীপাড়া ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় সাটিঁয়ে দেন। ফ্যাস্টুন ছিড়ে ফেলে দেওয়া প্রসঙ্গে এ কে ফাইয়াজুল হক রাজু বলেন আওয়ামীলীগের মধ্যে ঘাপটি মেরে থাকা বিএনপি-জামায়াত চক্র এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।তিনি এর সঙ্গে জড়িতদের হীন মানসিকতা পরিহারের দাবী জানান। এ ব্যাপারে তিনি আইনী পদপে নেবেন বলে জানিয়েছেন।

0 Response to "বানারীপাড়ায় প্রধানমন্ত্রীর পক্ষে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে শেরে বাংলার দৌহিত্র রাজুর দেওয়া ফ্যাস্টুন ছিড়ে ফেলেছে দিয়েছে দুর্বৃত্তরা"

Post a Comment