
খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন বিআইডিসি রোডের পিপলস গোল চত্বুর এলাকার নিকট ফেন্সি জুয়েলার্সে গত ১৮ জানুয়ারী এক ডাকাতি সংগঠিত হয়েছে। এ সময় ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে দোকানের মালিক সুবল দত্ত ওরফে সাগরকে কুপিয়ে নগদ ২ লাখ টাকা সগ ৫০ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে বোমা বিস্ফোরণ করে ডাকাতরা মাইক্রোবাস ও মোটর সাইকেল যোগে পালিয়ে যায়। এ ব্যাপারে দোকানের মালিক খালিশপুর থানায় মামলা দায়ের করেছে। মামলাটি তদন্ত চলছে। পুলিশ এ অভিযোগে সন্দেহ ভাবে ২ জনকে আটক করেছে। তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালত প্রেরণ করেছে। আটককৃত হচ্ছে জামিল(২৮) ও সেন্টু(২০)।
প্রত্যদর্শীরা জানায়, গত ১৮ জানুয়ারী শুক্রবার সন্ধায় ডাকাতরা দুটি মটর সাইকেল ও একটি মাইক্রেবাস করে ফেন্সি জুয়েলার্সে এসে ৮/১১ জনের ডাকাত দল অস্ত্রের মুখে দোকানের মালিক সৃবল দত্ত ও ম্যানেজারকে জিম্মি করে দোকানে তাকা আলমারী খুলে নগদ ২ লাখ টাকাসহ ৫০ লাখ টাকার স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার সময় বৃষ্টির মত বোমা বিস্ফোরণ করে পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল আসে। এবং পরের দিন সকাল ৯ টায় সিআইডির ক্রাইম সিন বিশেষজ্ঞের একটি টিম ঘটনাস্থলে আলামত উদ্ধার করেছে। এব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। থানা পুলিশ মামলাটি তদন্ত করছে বলে থানার অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস জানান।
0 Response to "বোমা হামলা আতংক নগরীর খালিশপুরে জুয়েলার্সের দোকানে ডাকাতি ঃ গ্রেফতার ২"
Post a Comment