
মানিকগঞ্জের সিংগাইরে মঙ্গলবার গুলিতে নিহত দুই যুবকের পরিচয় পাওয়া গেছে। তারা হলো সাভার উপজেলার রাজাসন গ্রামের আবদুল জব্বারের ছেলে শাওন ও আকরাই গ্রামের সাজাহান হোসেনের ছেলে শামীম। গত ২৩শে জানুয়ারী দুপুরে সিংগাইর থানায় তাদের স্বজনরা এসে লাশ শনাক্ত করেন। পুলিশ লাশ দুটি ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত শাওনের ভাই সজল জানান, রাজাসন গ্রামের নজরুল গত ৩-৪ মাস আগে অস্ত্রসহ র্যাবের হাতে ধরা পড়ে। নজরুলের ব্যবহৃত মোটরসাইকেলটি শাওন চালাত। কয়েক দিন আগে জেলখানা থেকে নজরুল ছাড়া পাওয়ার পর শাওনের কাছে মোটর সাইকেলটি দাবি করে। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। গত মঙ্গলবার দুপুরে শাওনের বন্ধু রাজ তাকে ডেকে নিয়ে যায়। এ সময় শাওনের সঙ্গে তার বন্ধু শামিমও ছিল। পুলিশ সিংগাইরের বকচর থেকে তাদের লাশ উদ্ধার করে। নিহত শাওন রাজাসনে তার মামার ইলেকট্রিক দোকানে কাজ করত। অন্যদিকে শামিম কোনো কাজ করত না বলে জানা গেছে। সিংগাইর থানার ওসি মো. লিয়াকত আলী জানান, এ বিষয়ে সাভার এলাকায় তদন্ত টিম কাজ করছে। হত্যার কারণ ও হত্যাকারীদের ধরার চেষ্টা চলছে।
0 Response to "মোটরসাইকেল দ্বন্দ্বে খুন হলেন শাওন-শামীম"
Post a Comment