.

মংলা বন্দরে অবস্থানরত সকল প্রকার বানিজ্যিক জাহাজের কাজ বন্ধ।

পথে নিরাপত্তা নিশ্চিত ও বর্ধিত বেতন ভাতার দাবিতে সারাদেশে ডাকা লাগাতর নৌ ধর্মঘটের কারনে চতুর্থ দিনেরমত বন্ধ রয়েছে মংলা বন্দরে অবস্থানরত সকল প্রকার বানিজ্যিক জাহাজের কাজ। গেল শুক্রবার থেকে নৌ যান শ্রমিকরা তাদের দাবি আদায়ে ধর্মঘটের ডাক দিলে এ অবস্থার সৃষ্টি হয়।
বন্দর কর্তৃপ জানায়, বন্দরের বহিঃনোঙ্গর এবং মুরিং বয়ায় কিংকার, মেশিনারী ও খাদ্য বাহী বেশ কয়েকটি বিদেশী জাহাজ অবস্থান করছে। কিন্তু নৌ যান শ্রমিকদের ধর্মঘটের কারনে ওই সব জাহাজে কোন প্রকার পণ্য খালাস বা বোঝাই হচ্ছেনা। এদিকে নৌ যান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রিয় সাঃ সম্পাদক চৌধুরী আশিক আলম জানান, দাবি না আদায় হওয়া পর্যন্ত তাদের এ লাগাতর এ ধর্মঘট চলবে। সারাদেশে ১০ হাজার নৌ যানের লাধিক শ্রমিক এ ধর্মঘট পালন করছে। ওদিকে ১৩ দফার দাবিতে হেফাজতে ইসলামীর ডাকে হরতালে মংলা বন্দরের পণ্য পরিবহন সকাল থেকে বন্ধ রয়েছে। এদিন বন্দর জেটি থেকে বের হতে পারেনি পৌনে দুই হাজার কোটি টাকার ৭'শ ৯৩ টি পণ্যবাহী কন্টেইনার। প্রতিনিধিঃ মো:শাহিন হাওলাদার


0 Response to "মংলা বন্দরে অবস্থানরত সকল প্রকার বানিজ্যিক জাহাজের কাজ বন্ধ।"

Post a Comment