সন্ত্রাসী হামলার শিকার হলেন ন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোটার্স ফাউন্ডেশন কিশোরগঞ্জ শাখার সভাপতি বিপল্লব খান ও কোষাধ্যক্ষ ও অফিস সমহ্নয়কারী মীর আশরাফুল হক চঞ্চল। প্রত্যক্ষদর্শীরা জানায়, আনুমানিক বিকাল তিনটার দিকে কিশোরগঞ্জ জেলা রেজিষ্ট্রি অফিসের সামনে আখড়া বাজারের মৃত ইদ্রিস মিয়ার পুত্র এয়াকুব সুমন (৩২) ও বিন্নাটী ইউনিয়নের কুট্টাগড় গ্রামের মৃত গিয়াস উদ্দিনের পুত্র শরীফুল আলম সোহেল (৩০) এর নেতৃত্বে একদল সন্ত্রাসী উক্ত হামলা চালায়। ন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোটার্স ফাউন্ডেশনের সভাপতি বিপল্লব খান জানায় বিগত ৯ ফেব্রুয়ারী কুট্টাগড় গ্রামে শরীফুল আলম সোহেলের অবৈধ ঔষধ কোম্পানীর রিপোর্ট প্রকাশ করে ন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোটার্স ফাউন্ডেশন। বিসিক থেকে মেডিসেফ নামক কোম্পানীর হাঁস মুরগীর ভিটামিন জাতীয় খাবার তৈরীর অনুমতি থাকলেও উক্ত কোম্পানী গোপনে সাউথ কোরিয়ার নাম ব্যবহার করে ৯/১০টি এন্টিবায়োটিক ঔষধ তৈরী করছে যার কোন সরকারী অনুমতি নেই। ৯ ফেব্রুয়ারী ন্যাশনাল হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের তথ্য সংগ্রহকারী দল সরজমিনে রিপোর্ট সংগ্রহের পর বিষয়টি প্রকাশ না করার জন্য উক্ত কোম্পানীর মালিক শরীফুল আলম সোহেল আর্থিক প্রলোভন সহ নামে বেনামে বিভিন্ন রকম হুমকি প্রদান করে। কিন্তু ন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোটার্স ফাউন্ডেশন পিছু না হটে প্রশাসনের সর্বস্তরে উক্ত রিপোর্ট অবহিত করার জের ধরেই এই হামলা করেছে। জানা যায় রেজিষ্ট্রি অফিসের সামনে পরিকল্পিত ভাবে সন্ত্রাসীরা ওত পেতে বসে থাকে এবং অতর্কিত ভাবে হামলা চালায় এবং সভাপতি বিপল্লব খান ও মীর আশরাফুল হক চঞ্চলকে শারীরিক ভাবে লাঞ্চিত করে, জীবন নাশের হুমকি দেয় এবং উক্ত রিপোর্ট লেখার ক্ষতিপূরণ বাবদ বিশ হাজার টাকা ক্ষতি পূরণ দাবী করে। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে। জিডি নং-৫৬০।
Home » Crime.অপরাধ
» সন্ত্রাসী হামলার শিকার ন্যাশনাল হিউম্যান রাইটর্স ক্রাইম রিপোটার্স ফাউন্ডেশন কিশোরগঞ্জ শাখার সভাপতি
Subscribe to:
Post Comments (Atom)
0 Response to "সন্ত্রাসী হামলার শিকার ন্যাশনাল হিউম্যান রাইটর্স ক্রাইম রিপোটার্স ফাউন্ডেশন কিশোরগঞ্জ শাখার সভাপতি"
Post a Comment