.

মংলায় সুন্দরী গাছ পাচারের সময় তিন পাচারকারী আটক

মো:শাহিন হাওলাদারঃ মংলায় সুন্দরী গাছ পাচারের সময় তিন পাচারকারীকে আটক করেছে পুলিশ। রোবাবার সকালে স্থানীয় ঢালিরখন্ড এলাকা হতে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, সুন্দরন থেকে কর্তন নিষিদ্ধ বিপুল পরিমান সুন্দরী গাছ পাচার করে ঢালিরখন্ড বাজারে নিয়ে আসছে একদল পাচারকারী। গোপনে খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশের একটি টহলদল। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারী দলের অন্য দু' সদস্য পালিয়ে গেলেও অপর তিনজনকে গ্রেফতার করতে সমর্থ হয় পুলিশ। এরা হলো উপজেলার কচুবুনিয়ার নুরুল হক, সোহাগ ও কবির। এব্যাপারে বন আইনে মামলা হয়েছে। 

0 Response to "মংলায় সুন্দরী গাছ পাচারের সময় তিন পাচারকারী আটক"

Post a Comment