
বানারীপাড়া প্রতিনিধিঃ বানারীপাড়ায় রাজনীতিক,ব্যবসায়ী ও সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষ ই-মেইল সন্ত্রাসের শিকার হচ্ছেন।স্থাণীয় একটি স্বার্থান্বেষী কুচক্রি মহল বিশিষ্টজনদের বিরুদ্বে মানহানিকর মিথ্যা সংবাদ তৈরী করে বিভিন্ন পত্রিকায় তাদের উপজেলা প্রতিনিধিদের নাম ব্যবহার করে ই-মেইলের মাধ্যমে পাঠিয়ে হয়রাণী করছে। ই-মেইলে সংবাদ পাঠাতে প্রতিনিধির স্বার না থাকার সুযোগটি কাজে লাগাচ্ছে ওই প্রতারক চক্রটি। পত্রিকা অফিস ওই সংবাদগুলো তাদের প্রতিনিধিদের পাঠানো মনে করে ছাপিয়ে দেয়।সর্বশেষ গতকাল এরকম ই-মেইল সন্ত্রাসের শিকার হয়েছেন বানারীপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও ঢাকার বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী সালেক মল্লিক। তাকে জামায়াত-শিবির ও সর্বহারাদের পৃষ্টপোষক আখ্যা দিয়ে শুক্রবার বরিশালের তিনটি পত্রিকায় ওই চক্রটি স্থাণীয় প্রতিনিধিদের নাম ব্যবহার করে সংবাদ পাঠালে শনিবার তা প্রকাশিত হয়। সকালে ওই মিথ্যা সংবাদ দেখে সালেক মল্লিক ও ওই তিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সহ এলাকাবাসী হতবাক হন। ফলে ক্ষুদ্ধ হয়ে সাংবাদিকরা থানায় জিডি করেন। এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রেসকাব নেতৃবৃন্দ
0 Response to "ই-মেইল সন্ত্রাস!"
Post a Comment