ক্রাইম ওয়াচ রিপোর্টঃ বুধবার রাতে ছাত্রলীগ সভাপতি ফুয়াদ হাসান পল্লব ও সাধারণ সম্পাদক সাকিব হাসান সুইনের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান -মঙ্গলবার ক্রিকেট খেলা নিয়ে মত বিরোধেরজের ধরে ওয়েস্ট হলের ছাত্রলীগকর্মী কাজলকে সভাপতি পক্ষের সবুজ ,বশির ,সুমনসহ ৭/৮জন মিলে মারধর করে। ঘটনার প্রতিক্রিয়ায় বুধবার বিকালে সভাপতি পক্ষের বহিস্কৃত কর্মী আবদুল্লাকে কাজলের বন্ধুরা চড়-থাপ্পর দেয়। ঘটনার পর ওভয় পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পরে। রাতেও কলেজ কাম্পাসে থেমে থেমে সংঘর্ষ চলছিলো। কলেজের প্রধান ফটকে সাধারন শিক্ষার্থীদের আতঙ্কে ছুটাছুটি করতে দেখা গেছে। রাত সাড়ে ১১টার দিকে শতাধিক পুলিশ আবাসিক হলগুলোতে অবস্থান নিয়েছে। ঢাকা কলেজ ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষের পর কয়েক মাস আগে বেশ কয়েকজনকে সংঘঠন থেকে বহিস্কার করে ছাত্রলীগ।
0 Response to "আবারো ঢাকা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ"
Post a Comment