.

রাণীনগর থানার পাড়ইলে ৯ লাক্ষ টাকা ১ ভরি সর্ণ সহ মোটরসাইকেল ছিনতাই।

রাণীনগর প্রতিনিধি: সাধারন ধান ব্যাবসাহি মো:শাহিন আলী আদমদিঘী থেকে প্রতি বুধবার রবিবার আবাদ পুকুর হাটে ধান কেনার জন্য আসে। এই সুবাদে  গতকাল ০৫/০৬/২০১৩ ইং তারিখে সকাল ৫টা ২০ মিনিটের দিকে আদম দিঘী থেকে রওনা হয় ,রাণীনগর থানার পাড়ইল ও কামতা গ্রামে এর মাঝ পথে এলে একদল ছিনতাই কারি তাকে আঘাত করে মোটরসাইকেল সহ ৯ লাক্ষ টাকা ও ১ভরি সর্ণ ছিনতাই করে ।

0 Response to "রাণীনগর থানার পাড়ইলে ৯ লাক্ষ টাকা ১ ভরি সর্ণ সহ মোটরসাইকেল ছিনতাই।"

Post a Comment