.

প্রতিপাদ্যকে সামনে রেখে মংলায় উদ্ধোধন করা হয়েছে জাতীয় মৎস সপ্তাহ


মংলা প্রাতিনিধিঃ মাছে মাছে ভরবো দেশ গড়বো সোনার বাংলাদেশ '' প্রতিপাদ্যকে সামনে রেখে মংলায় উদ্ধোধন করা হয়েছে জাতীয় মৎস সপ্তাহ। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন এর আনুষ্ঠানিকতা শুরু করে দিনব্যাপি নানা কর্মসূচি পালন করেছে।

সাধারন মৎসজীবি, বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ লক্ষ্যের যালী বের করে। র‍্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে উপজেলা অডিটরিয়ামে মিলিত হয় এক আলোচনা সভায়। এসময় বক্তরা মৎস চাষের ওপর গুরুত্ব দিয়ে অর্থনৈতিক ভীত মজবুত ও বেকারত্বের বোঝা দূর করতে চাষীদের উদ্ভুদ্ধ করেন। পরে উপজেলার নিজস্ব জলাশয়ে দেশীয় কিছূ মাছ অবমুক্ত করা হয়। আগামী ৮ জুলাই পর্যন্ত চলবে এ মৎস্য সপ্তাহ।

0 Response to "প্রতিপাদ্যকে সামনে রেখে মংলায় উদ্ধোধন করা হয়েছে জাতীয় মৎস সপ্তাহ"

Post a Comment