.

বাড্ডায় ব্যবসায়িকে কুপিয়ে হত্যা

ক্রাইমওয়াচ রিপোর্ট ঃ রাজধানীর উত্তর বাড্ডায় এক তুলা ব্যবসায়িকে উপর্যপুরি কুপিয়ে হত্যা  করেছে সন্ত্রাসীরা। শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে তিনি মারা যান। নিহত ব্যবসায়ির নাম জুয়েল বয়স চল্লিশের কাছাকাছি। তার বাবার নাম জিন্নতআলী। স্থানীয় সুত্রে যানাযায় ,রাতে বাড়িতে কেউ না থাকায় অবস্থায় সন্ত্রাসীরা, তার বাসায় ঢুকে এলোপাথারি কুপিয়ে চলে যায়। পরে বাসার লোকজন রক্তাক্ত  অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে দ্রূত ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত ডঃরা মৃত্য বলে নিশ্চিত করেন। ব্যবসায়িক লেনদেনের রেশের কারণে হত্যাকান্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

0 Response to "বাড্ডায় ব্যবসায়িকে কুপিয়ে হত্যা "

Post a Comment