মংলা প্রাতিনিঃ সুন্দরবন থেকে বিপুল পরিমান গোলাবারুদসহ ৭ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে মংলা কোষ্টগার্ড। টানা পাঁচ দিন অবস্থানের পর বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সাথে বন্দুকযুদ্ধ শেষে এগুলো উদ্ধার করা হয়।
বুধবার সকালে বনের কয়রা এলাকার গেওয়াখালী খালে এ ঘটনা ঘটে। তবে এসময় কোন হতাহতের ঘটনা ঘটেনি বা কাউকে আটক করা যায়নি। কোষ্টগার্ড মংলা সদর দপ্তরের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মাজিদুল ইসলাম জানান, বনের ওই এলাকায় বনদস্যু জাহাঙ্গীরকে ধরতে পাঁচ দিন আগে অবস্থান নেয় কোষ্টগার্ডের একটি দল। বুধবার সকালে তার আস্তানা চিহ্নিত করে অভিযান চালালে কোষ্টগার্ডকে লক্ষ্য করে গুলি চালায় দস্যু বাহিনী। সেময় তারাও পাল্টা গুলি চালায়। এক পর্যায় পিছু হটে পালিয়ে যায় দস্যুরা। পরে ঘটনাস্থল থেকে দস্যুদের ফেলে রাখা ৬ টি একনলা বন্দুক, ১ টি শর্ট গান, ৫ টি ধারালো অস্ত্রসহ কয়েক'শ রাউন্ড গুলি উদ্ধার করে কোষ্টগার্ড।
0 Response to "সুন্দরবন থেকে বিপুল পরিমান গোলাবারুদসহ ৭ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার"
Post a Comment